আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 21/08/2021 : তালিবানদের সপক্ষে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করার জন্যে আসাম পুলিশ আজ মোট 14 জনকে গ্রেপ্তার করেছে।
আফগানিস্তানে তালিবানরা আফগান সরকারকে পর্যুদস্ত করে দখল নিয়েছে, যার জেরে সেই দেশে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। গত 15 তারিখ আফগানিস্তানের রাজধানী কাবুলও দখল করে নেয় তালিবানরা। এর ফলে আফগানিস্তান দেশটি জুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ তালিবানদের নিষিদ্ধ ঘোষনা করেছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তালিবানদের ক্রিয়াকলাপ নিয়ে আপত্তিকর আলোচনার জন্যে আসাম পুলিশ আজ 14 জনকে গ্রেপ্তার করেছে।
তালিবানদের নিয়ে এইভাবে সোশ্যাল মিডিয়ায় আলোচনা থেকে সাধারন মানুষকে বিরত থাকতে বলেছে পুলিশ। এমনকি এই ধরনের পোস্টকে লাইক বা শেয়ার করতেও নিষেধ করা হয়েছে।