আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, 04/08/2021 : আবারো কলকাতা গামি যোগবানি এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে খাঁচা সমেত টিয়া পাখি উদ্ধার করলো মালদা টাউন জিআরপি। সম্প্রীতি জুলাই মাসের 27 তারিখে ডাউন কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় হাজারখানেক টিয়া পাখি উদ্ধার করেছিল আরপিএফ। তারপর মঙ্গলবার রাতে আবারো টিয়া পাখি উদ্ধার।
গোপন সূত্রে খবর পেয়ে ডাউন কলকাতাগামী যোগবানি এক্সপ্রেস এর s4 সংরক্ষিত কামরা থেকে চারটি খাঁচা সমেত মোট 124 টিয়া পাখি উদ্ধার করে মালদা টাউন জিআরপ।.
তবে পুলিশের আসার আগেই অভিযুক্ত পাচারকারী পালিয়ে যায়। এদিকে রাতেই মালদা টাউন জিআরপি থানার আধিকারিকরা বনদপ্তর হাতে উদ্ধার হওয়া টিয়া পাখি গুলি তুলে দেয়।
উদ্ধার হওয়া 124 টিয়াপাখির গুলির মধ্যে একটি টিয়া পাখি খাঁচার ভিতর মারা যায়।
রিপোর্ট : সুতপা পোদ্দার