আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/08/2021 : মহেশতলায় নতুন উড়ালপুল থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে আছড়ে পড়ল বিশালাকার 10 চাকার একটি লরি।
আজ কিছুক্ষণ আগেই মহেশতলার সম্প্রীতি উড়াল পুল ধরে একটি 10 চাকার বড় লরি তারাতলা থেকে বজবজের দিকে যাচ্ছিল। ডাকঘর এলাকার কাছে এসে হঠাৎ করেই সেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের পাঁচিলে সজোরে ধাক্কা মারে এবং তারপরেই পাঁচিল ভেঙ্গে নিচের রাস্তায় আছড়ে পড়ে। ঠিক সেই মুহুর্তে উড়ালপুলের ঐ অংশের নিচে কোনো মানুষ না থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটে যায় নি।
বিশালাকার ঐ লরিটি পরে যাওয়ার পর চালক ও খালাসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। উড়ালপুলের দুর্ঘটনাস্থলে লরিটির একাংশ আটকে থেকে ঝুলতে থাকে। ঐ অংশটিকে ক্রেন দিয়ে নামান হয়েছে। দুমড়ে যাওয়া লরিটি নিচে বজবজ ট্রাঙ্ক রোডে পড়ে থাকার জন্য ডাকঘর এলাকায় যানজট শুরু হয়ে যায় । ঐ রাস্তার একটি লেন বন্ধ রেখে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে।
রিপোর্ট : সুব্রত রায়