দুর্গাপুরে অবৈধ স্টিকার লাগানো গাড়ি সহ গ্রেপ্তার 1 - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দুর্গাপুরে অবৈধ স্টিকার লাগানো গাড়ি সহ গ্রেপ্তার 1

Share This

দুর্গাপুরে অবৈধ স্টিকার লাগানো গাড়ি সহ গ্রেপ্তার 1


আজ খবর (বাংলা),দুর্গাপুর,পশ্চিমবঙ্গ, 08/08/2021 : গাড়িতে অবৈধ স্টিকার লাগিয়ে কেউ ঘুরে বেড়ালে তাকে ধরতে পারে পুলিশ। আজ এমনিই একটি ঘটনায় দুর্গাপুর থেকে পুলিশ আটক করেছে এক ব্যক্তিকে।

'ন্যাশনাল এন্টি ক্রাইম চেয়ারম্যান', এই স্টিকার গাড়িতে লিখে ঘুরে বেড়ানোর দায়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম ইন্দ্রজিৎ সরকার ওরফে গৌতম সরকার। এই ব্যক্তি কলকাতার জোড়াসাঁকো অঞ্চলের বাসিন্দা। গত বেশ কিছুদিন ধরেই নিউ টাউন শিপ থানার অন্তর্গত আরা এলাকায় ভাড়া নিয়ে বসবাস করছিল। গতকাল সিটি সেন্টার এলাকা থেকে গাড়িসহ এই ব্যক্তি কে আটক করে পুলিশ।


সন্তোষজনক কোন তথ্য না দেখাতে পারায় এই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। সাম্প্রতিককালে ভুয়ো আইপিএস , আইএএস কাণ্ডে তোলপাড় হয়েছে রাজ্য। এই ঘটনাকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। কী উদ্দেশ্যে এই ব্যক্তি লোগো সহ ন্যাশনাল এন্টি ক্রাইম কথাটি লিখে গাড়িতে ঘুরছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। আদালতের কাছে ধৃত ব্যক্তির বিরুদ্ধে সাতদিনের হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

রিপোর্ট : কাঞ্চন দাস

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages