আজ থেকে জলপাইগুড়িতে 'নো মাস্ক, নো টোটো' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আজ থেকে জলপাইগুড়িতে 'নো মাস্ক, নো টোটো'

Share This

আজ থেকে জলপাইগুড়িতে 'নো মাস্ক, নো টোটো'


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 28/07/2021 : 'নো মাস্ক, নো টোটো', এবার থেকে মুখে মাস্ক না পড়লে টোটোতে ওঠা যাবে না জলপাইগুড়ি শহরে। 

'নো মাস্ক নো টোটো' । আজ থেকেই এই ধরনের টোটো স্টিকার কর্মসূচি নিল জলপাইগুড়ি পৌরসভা। নো মাস্ক,নো টোটো। এখন থেকে কোন যাত্রী বা টোটো চালক মাস্ক না পড়ে টোটোতে উঠলে তাঁদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেবে জলপাইগুড়ি পৌরসভা।

বুধবার পৌরসভার সামনে থেকে একাধিক টোটোর গায়ে স্টিকার লাগিয়ে দেওয়া হল । পাশাপাশি টোটো চালকদের বলা হয়েছে, কোন যাত্রীকে বিনা মাস্কে টোটোতে ওঠানো যাবেনা। আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারপারসেন পাপিয়া পাল, পৌরসভার সদস্য দুর্গা রায় সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages