আজ খবর (বাংলা), উদয়নারায়ণপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, 21/07/2021 : ১৯৯৩ সালের ২১শে জুলাই যুব কংগ্রেসের সদস্যরা বামফ্রন্ট সরকারের আমলে সকলের সচিত্র পরিচয়পত্র দেবার দাবিতে আন্দোলন করেছিলেন কলকাতার মহাকরণে। সেই আন্দোলনের সময়ে ১৩জন তরতাজা যুব কংগ্রেসের কর্মী পুলিশের গুলিতে নিহত হয়। সেই দিনটি ছিল ২১শে জুলাই। তখন থেকেই এই দিনটিকে যুব কংগ্রেস শহীদ দিবস হিসেবে পালন করে আসছে।
আজ হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে মঞ্চ করে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ভার্চুয়াল সভা শোনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়,শ্যামপুর বিধানসভা কেন্দ্রের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিধায়ক কালীপদ মণ্ডল।
উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রথম ২১শে'র নির্বাচনের জয়ী প্রার্থী সমীর কুমার পাঁজা, বিশিষ্ট ফুটবলার তথা উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে র বিধায়ক বিদেশ বসু, বাগনান বিধানসভা কেন্দ্রে র বিধায়ক অরুণাভ সেন,আমতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুকান্ত পাল,উলুবেড়িয়া পৌরসভার মূখ্য প্রশাসক অভয় দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্ট : সমীর আদক