আগামী বছরে ফের চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামী বছরে ফের চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত

Share This

আগামী বছরে ফের চাঁদে মহাকাশযান পাঠাবে ভারত


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 28/07/2021কেন্দ্রীয় ভূবিজ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত, প্রধানমন্ত্রীর দপ্তর, কর্মী, জন-অভিযোগ, পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জীতেন্দ্র সিং আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে জানান, ২০২২এর তৃতীয় ত্রৈমাসিকে চন্দ্রযান-৩ উৎক্ষেপিত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি চলছে।

চন্দ্রযান-৩ তৈরির শেষ পর্যায়ে বিভিন্ন প্রক্রিয়ায় মহাকাশ যানের নানা উপাদানের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে, যার মাধ্যমে চন্দ্রযানে ব্যবহারে যন্ত্রাংশের মূল্যায়ণ করার কাজ চলছে। কোভিড-১৯ মহামারীর জন্য কাজের গতি শ্লথ হয়েছিল, কিন্তু লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে সব ধরণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল। আনলক পর্ব শুরুর পর থেকে চন্দ্রযান-৩ তৈরির কাজে গতি আসে। আর এখন এটি নির্মাণের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages