চেরাপুঞ্জিতে বৃহত্তর সোহরা জল প্রকল্পের উদ্বোধন করলেন অমিত শাহ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


চেরাপুঞ্জিতে বৃহত্তর সোহরা জল প্রকল্পের উদ্বোধন করলেন অমিত শাহ

Share This

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তার মেঘালয় সফরের দ্বিতীয় দিনে আজ চেরাপুঞ্জির সোহরাতে সবুজ সোহরা বনায়ন অভিযানের সূচনা করেছেন। এদিন তিনি বৃহত্তর সোহরা জল প্রকল্পেরও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শ্রী জি কিসান রেড্ডি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমা সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ "চিরসবুজ উত্তর-পূর্ব" এই শ্লোগান দিয়ে বনায়ন অভিযান এবং বৃক্ষরোপনের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগে চেরাপুঞ্জিতে সারা বছর ধরে বৃষ্টিপাত হতো। কিন্তু উন্নয়নের নামে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলায় বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। চেরাপুঞ্জিকে সবুজায়নের মর্যাদা দিতে আজ থেকে একটি উচ্ছ্বাশী প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, চেরাপুঞ্জির সম্পূর্ণ এলাকা আসাম রাইফেল দত্তক নিয়েছে, স্রেফ সবুজায়ন করার লক্ষ্যে। ওই অঞ্চল থেকে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনে গাছ কাটা হয়েছে। তাই মোট জমির মধ্যে ঐতিহ্যবাহী এবং দীর্ঘকাল থাকবে এমন গাছ লাগানো হবে। বাকি ২০ শতাংশ জমিতে এমন গাছ লাগানো হবে যা পশুখাদ্য হিসেবে এবং শোভাময় গাছপালা এবং নার্সারি হিসাবে ব্যবহার করা যাবে। এই কৌশল অবলম্বন করলে বহুস্তর কৃষি কাজ করা সম্ভব হবে। বনাঞ্চলের পরিমাণ অন্তত ৩০ গুন বৃদ্ধি পাবে। এর পাশাপাশি তিন বছর পরে এর রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হবে না। এই প্রচেষ্টার মাধ্যমে মেঘালয়ে পর্যটন ব্যবসার পাশাপাশি ইকো ট্যুরিজম-এরও প্রসার ঘটবে।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষায় আধাসামরিক বাহিনী মোতায়েন করায় দেশ সুরক্ষিত রয়েছে। দেশ সুরক্ষার পাশাপাশি বিগত দুই বছর ধরে পরিবেশ উন্নয়নের বিষয়টিও তারা কাঁধে তুলে নিয়েছেন। এর মধ্যেই তাঁরা ১ কোটি ৪৮ লক্ষ্য বৃক্ষরোপণ করেছেন। যার মধ্যে ১ কোটি ৩৬ লক্ষ গাছ ইতিমধ্যেই বেড়ে উঠেছে। এ বছরও দেশের বিভিন্ন প্রান্তে ১ কোটি চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ১ হাজার হেক্টর জমিতে ১০ মিলিয়ন গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে গোটা বিশ্ব লড়াই করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় সারা ভারত জুড়ে রান্নার গ্যাস সংযোগ দেওয়ার ফলে কার্বন জনিত দূষণ অনেকটাই কমেছে। শ্রী শাহ উল্লেখ করেন যে, প্যারিস চুক্তিতে শ্রী মোদীর প্রস্তাবিত কর্ম পরিকল্পনা অনুযায়ী এখন সমস্ত দেশ বিশ্ব উষ্ণায়ন এবং কার্বন জনিত দূষণের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তবে গ্রাম স্তর পর্যন্ত মানুষের সহযোগিতা না পেলে এই লড়াই সম্পূর্ণ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আধা সামরিক বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে তাদের সহযোগিতার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে আহ্বান জানান।  শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর গৌরবজনক প্রকল্প জল জীবন মিশন- এর আওতায় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং মেঘালয় সরকার বিশেষ পরিকাঠামোগত উন্নয়ন কর্মসূচিতে ২৫ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর সোহরা জল প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং মেঘালয়ের ৫০ বছর পূর্তির আগে এই কর্মসূচি রূপায়ণ করা হবে। ছোট ছোট ১৮৭৪ টি প্রকল্পকে একত্রিত করে মেঘালয়ের ২ লক্ষ ৮০ হাজার পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যা যথেষ্ট চ্যালেঞ্জের বলে শ্রী সহ মত প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়নের জন্য এ পর্যন্ত ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কাজের অগ্রগতির পাশাপাশি আরও অর্থ মঞ্জুর করা হবে বলে তিনি উল্লেখ করেন।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, আসাম রাইফেলস এর একটা সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে যে, বিগত ১৮০ বছরে তাদের যা কিছু কাজ দেওয়া হয়েছে তা তারা যথা সময়ে শেষ করেছে।  বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী দেশজুড়ে চারা রোপন করছে। এই কর্মসূচি অনুযায়ী আজ ১৬ লক্ষ ৩১ হাজার চারা রোপণ করা হয়েছে।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সোহরাতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এবং প্রার্থনা সভায় অংশ নেন। তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
বৃক্ষরোপণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজ খবর (বাংলা), চেরাপুঞ্জি, মেঘালয়, 26/07/2021 : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তার মেঘালয় সফরের দ্বিতীয় দিনে আজ চেরাপুঞ্জির সোহরাতে সবুজ সোহরা বনায়ন অভিযানের সূচনা করেছেন। এদিন তিনি বৃহত্তর সোহরা জল প্রকল্পেরও উদ্বোধন করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শ্রী জি কিসান রেড্ডি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী শ্রী কনরাড সাংমা সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ "চিরসবুজ উত্তর-পূর্ব" এই শ্লোগান দিয়ে বনায়ন অভিযান এবং বৃক্ষরোপনের গুরুত্বের কথা উল্লেখ করেন। তিনি বলেন, আগে চেরাপুঞ্জিতে সারা বছর ধরে বৃষ্টিপাত হতো। কিন্তু উন্নয়নের নামে যথেচ্ছভাবে গাছ কেটে ফেলায় বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। চেরাপুঞ্জিকে সবুজায়নের মর্যাদা দিতে আজ থেকে একটি উচ্ছ্বাশী প্রকল্প গ্রহণ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, চেরাপুঞ্জির সম্পূর্ণ এলাকা আসাম রাইফেল দত্তক নিয়েছে, স্রেফ সবুজায়ন করার লক্ষ্যে। ওই অঞ্চল থেকে জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনে গাছ কাটা হয়েছে। তাই মোট জমির মধ্যে ঐতিহ্যবাহী এবং দীর্ঘকাল থাকবে এমন গাছ লাগানো হবে। বাকি ২০ শতাংশ জমিতে এমন গাছ লাগানো হবে যা পশুখাদ্য হিসেবে এবং শোভাময় গাছপালা এবং নার্সারি হিসাবে ব্যবহার করা যাবে। এই কৌশল অবলম্বন করলে বহুস্তর কৃষি কাজ করা সম্ভব হবে। বনাঞ্চলের পরিমাণ অন্তত ৩০ গুন বৃদ্ধি পাবে। এর পাশাপাশি তিন বছর পরে এর রক্ষণাবেক্ষণ করার প্রয়োজন হবে না। এই প্রচেষ্টার মাধ্যমে মেঘালয়ে পর্যটন ব্যবসার পাশাপাশি ইকো ট্যুরিজম-এরও প্রসার ঘটবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত রক্ষায় আধাসামরিক বাহিনী মোতায়েন করায় দেশ সুরক্ষিত রয়েছে। দেশ সুরক্ষার পাশাপাশি বিগত দুই বছর ধরে পরিবেশ উন্নয়নের বিষয়টিও তারা কাঁধে তুলে নিয়েছেন। এর মধ্যেই তাঁরা ১ কোটি ৪৮ লক্ষ্য বৃক্ষরোপণ করেছেন। যার মধ্যে ১ কোটি ৩৬ লক্ষ গাছ ইতিমধ্যেই বেড়ে উঠেছে। এ বছরও দেশের বিভিন্ন প্রান্তে ১ কোটি চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী তিন বছরের মধ্যে ১ হাজার হেক্টর জমিতে ১০ মিলিয়ন গাছ লাগানোর লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে, বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে গোটা বিশ্ব লড়াই করছে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ঐকান্তিক প্রচেষ্টায় সারা ভারত জুড়ে রান্নার গ্যাস সংযোগ দেওয়ার ফলে কার্বন জনিত দূষণ অনেকটাই কমেছে। শ্রী শাহ উল্লেখ করেন যে, প্যারিস চুক্তিতে শ্রী মোদীর প্রস্তাবিত কর্ম পরিকল্পনা অনুযায়ী এখন সমস্ত দেশ বিশ্ব উষ্ণায়ন এবং কার্বন জনিত দূষণের বিরুদ্ধে লড়াই করে চলেছে। তবে গ্রাম স্তর পর্যন্ত মানুষের সহযোগিতা না পেলে এই লড়াই সম্পূর্ণ হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আধা সামরিক বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলতে তাদের সহযোগিতার জন্য গ্রাম পঞ্চায়েতগুলিকে আহ্বান জানান।

শ্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রীর গৌরবজনক প্রকল্প জল জীবন মিশন- এর আওতায় উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এবং মেঘালয় সরকার বিশেষ পরিকাঠামোগত উন্নয়ন কর্মসূচিতে ২৫ কোটি টাকা ব্যয়ে বৃহত্তর সোহরা জল প্রকল্প তৈরি করেছে। এই প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের প্রতিটি ঘরে ঘরে পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে সবিশেষ গুরুত্ব দিয়েছেন। ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং মেঘালয়ের ৫০ বছর পূর্তির আগে এই কর্মসূচি রূপায়ণ করা হবে। ছোট ছোট ১৮৭৪ টি প্রকল্পকে একত্রিত করে মেঘালয়ের ২ লক্ষ ৮০ হাজার পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যা যথেষ্ট চ্যালেঞ্জের বলে শ্রী সহ মত প্রকাশ করেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়নের জন্য এ পর্যন্ত ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। কাজের অগ্রগতির পাশাপাশি আরও অর্থ মঞ্জুর করা হবে বলে তিনি উল্লেখ করেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, আসাম রাইফেলস এর একটা সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে যে, বিগত ১৮০ বছরে তাদের যা কিছু কাজ দেওয়া হয়েছে তা তারা যথা সময়ে শেষ করেছে।

বৃক্ষরোপণ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী দেশজুড়ে চারা রোপন করছে। এই কর্মসূচি অনুযায়ী আজ ১৬ লক্ষ ৩১ হাজার চারা রোপণ করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সোহরাতে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন এবং প্রার্থনা সভায় অংশ নেন। তিনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages