![]() |
নন্দমুরী বালাকৃষ্ণ |
আজ খবর (বাংলা), হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, 22/07/2021 : দেশের সর্বোচ্য সন্মান ভারত রত্নকে তাঁর বাবার পায়ের নখের সমান বলে উল্লেখ করলেন দক্ষিনের অভিনেতা ও রাজনীতিবীদ নন্দমুরী বালকৃষ্ণ। শুধু তাই নয়, প্রখ্যাত সুরকার অস্কার জয়ী এ আর রহমানকে চিনতেও অস্বীকার করলেন তিনি।
একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাত্কার দিতে গিয়ে দেশের সর্বোচ্য সন্মান ভারতরত্নকেই অসন্মান করলেন দক্ষিনের অভিনেতা ও টিডিপি নেতা নন্দমুরী বালকৃষ্ণ। তিনি বলেন, "ভারতরত্ন আমার বাবা এন টি রামারাও-এর পায়ের নখের সমান। এই পুরস্কার বাবার সন্মানকে বাড়ায় না। বরং বাবা এই পুরস্কারের মহিমা বৃদ্ধি করে।" প্রসঙ্গত উল্লেখ্য, এন টি রামা রাও নিজে দক্ষিণ ভারতের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও রাজনিতিবীদ ছিলেন।
1993 সালে নন্দমুরীর একটি ছবি 'নিপ্পু রাভ্ভা'র সঙ্গীত পরিচালনা করেছিলেন সুরকার এ আর রহমান। কিন্তু সেই এ আর রহমানকেই চিনতে অস্বীকার করলেন নন্দমুরী। তিনি সাফ বলেন, "কে এ আর রহমান ? উনি সুরকার হিসেবে দশকে গুটি কয়েক কাজ করেন। তার মধ্যে থেকে আবার অস্কারও পেয়ে যান!"
ভাইরাল হয়েছে রামা রাও পুত্রের এই রকম মন্তব্য। নন্দমুরীর এই ধরনের বক্তব্যে চমকে গিয়েছেন দেশবাসী। তাঁকে বিদ্রূপে জর্জরিত করেছে নেট দুনিয়া।