কলকাতায় বিজেপির মিছিল আটকাল পুলিশ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কলকাতায় বিজেপির মিছিল আটকাল পুলিশ

Share This

কলকাতায় বিজেপির মিছিল আটকাল পুলিশ
বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 05/07/2021: জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে বিজেপির পুরসভা অভিযান ভেস্তে দিল কলকাতা পুলিশ। 

জাল ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদ করে আজ পুরসভা ঘেরাও কর্মসূচী ঘোষনা করেছিল বিজেপি। সেইমত আজ দুপুর একটা নাগাদ ওয়েলিংটন স্কোয়ারের কাছে হিন্দ সিনেমার সামনে বিজেপি কর্মী সমর্থকেরা সমবেত হয়েছিলেন। এই বিক্ষোভ কর্মসূচীর পুরোভাগে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও ছিলেন সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ এবং অগ্নিমিত্রা পলের মত নেতা নেত্রীরা। বিজেপি কর্মীরা দুপুর 1টার কিছু পরে হিন্দ সিনেমার সামনে থেকে মিছিল করে এগোতে শুরু করেন।

আজ বিজেপির বিক্ষোভ কর্মসূচী আটকাতে ওয়েলিংটন স্কোয়ার ও সেন্ট্রাল এভিনিউতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রতিটি রাস্তার মোড়ে ছিল পুলিশের ব্যারিকেড। বিজেপির মিছিল প্রথমে ঘুরিয়ে দিলেও পরে ওয়েলিংটন এবং সেন্ট্রাল এভিনিউয়ের দুই মোড়ের মাথায় আটকে দেয় পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশের সাথে তাঁদের ধ্ব্স্তাধস্তি বেঁধে যায়। এরপর বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের প্রিজন ভ্যানে তুলতে দেখা যায়।

পুলিশের বক্তব্য ছিল আজ বিজেপির তরফ থেকে মিছিল বা কোনো রকম কর্মসূচী করার জন্যে আগাম অনুমতি নেওয়া ছিল না। গেরুয়া শিবির অবশ্য জানিয়েছে, এই রাজ্য সরকার বিরোধীদের কোনো কর্মসূচী করার অনুমতি দেয় না। সব ক্ষেত্রেই বিরোধীদের আটকে দেওয়া হয়। তবু গেরুয়া শিবির বিভিন্ন কর্মসূচী করে মিডিয়ার মাধ্যমে সরকারের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে চলেছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, "আজ আমাদের শান্তিপূর্ণ মিছিলকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে অশান্ত করে তুলল প্রশাসন। আমাদের অনেককেই আজ গ্রেপ্তার করা হয়েছে।  কিন্তু এভাবে জাল ভ্যাকসিন কাণ্ডের অপরাধীদের আড়াল করা যাবে না।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages