![]() |
2019 সালে ফেনা জলের যমুনায় ছট পূজা |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 16/07/2021 : দিল্লীতে যমুনা নদীর ওপর ভাসছে ফেনার পুরু আস্তরণ। পরিস্থিতি এমন যে যমুনা নদীর জল আর দেখা যাচ্ছে না বেশিরভাগ জায়গায়।
আজ দিল্লীর কালিন্দী এলাকায় কুঞ্জ এলাকায় দেখা গেল অদ্ভুত দৃশ্য। যমুনা নদীর জনের ওপর ফেনার পুরু আস্তরণ পড়ে রয়েছে। দুর থেকে দেখলে মনে হবে যেন নদীর জল বরফে ঢাকা পড়েছে। কিন্তু যা আসলে ফেনার আস্তরণ।
বিশেষজ্ঞদের মতে, দিল্লীর কারখানা এলাকার বর্জ্য যমুনার জলে নিকাশি ও বিসর্জনের ফলেই এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। নদীর পাশে থাকা পচা বর্জ্য ও ডিটারজেন্ট জাতীয় জিনিস নদীর জলে অতিমাত্রায় এসে পড়ার জন্যেই এত ফেনা তৈরি হয়েছে। এর ফলে পরিবেশ ব্যাপকভাবে দুষিত হচ্ছে। নদীতে থাকা মাছ ও প্রানীরাও মারা যাবে।
যমুনার জলের এই অভাবনীয় দূষণ আজ গোটা বিশ্বের সংবাদ শিরোনাম হয়েছে। সঙ্গে আরও একটি ছবিও ভাইরাল হয়েছে। যে ছবিটি 2019 সালের, ছবিতে দেখা যাচ্ছে ছট পূজা উপলক্ষে ফেনার মধ্যেই কোমর জলে নেমে পুজো দিচ্ছেন ভক্তেরা। আসলে যমুনা নদীতে এই ধরনের দূষণ প্রায় রোজকার ঘটনা। কারোর কোনো হুঁশ নেই।