রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই : শুভেন্দু - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই : শুভেন্দু

Share This

রাজ্যে উপনির্বাচনের পরিবেশ নেই : শুভেন্দু


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 30/07/2021 :  আজ বিধানবিভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  "আমাদের রাজ্যে এখনো উপ নির্বাচনের পরিবেশ নেই। 18 বছরের ঊর্ধ্বে সবার ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে উপনির্বাচন করা উচিত। কারণ মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন রেস্ট্রিকশন বাড়ানো হয়েছে,  কোভিড পরিস্থিতি এখনো কমেনি।  তাই বলা হয়েছে মিটিং মিছিল করা যাবে না তাহলে নির্বাচন হবে কি করে?"

আজ দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন প্রতি দুই মাসে তিনি দিল্লি যাবেন। তাঁকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, "2019 এ আমরা সবাই ইউনাইটেড ইন্ডিয়ার হয়ে হাত তুলেছিলাম। পরবর্তীকালে ভারতবর্ষের কি হয়েছে তা সবাই জানে। এখনো বিজেপি সর্ববৃহৎ দল । লোকসভা ও রাজ্যসভায তার সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। 2024 এর এখন অনেক দেরি আছে। টিএমসি একজন নন এমএলএকে মুখ্যমন্ত্রী করেছে।"  ক'দিনের বৃষ্টিতে জল জমা নিয়ে শুভেন্দু রাজ্যকে কটাক্ষ করে বলেন,  "কলকাতায় 11 জন এমএলএ আছেন,  মানুষ বুঝুক কি হয়েছে। কলকাতা লন্ডন হয়নি । আগের বৃষ্টিতে মানুষের দুয়ারে গঙ্গার জল এসেছিল, এখন দুয়ারে এসেছে নর্দমার জল । দিল্লির কথা না ভেবে রাজ্যের কথা ভাবুন । কোভিড  পরিস্থিতি কিভাবে সারানো যায়, রাজ্যের বেকারত্ব কিভাবে দূর করা যায় সেইসব ভাবুন।"

রিপোর্ট : সার্থক দাশগুপ্ত

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages