বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল

Share This

বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল


আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 30/07/2021 : গতকাল প্রায় সারাদিন দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে অতিবৃষ্টির ফলে নদীগুলি যেমন ফুঁসছে, তেমন বেশ কিছু শহরে রাস্তায় জল জমে রয়েছে এখনও। 

কলকাতায় সেন্ট্রাল এভিনিউ, আমহাস্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, কলুটোলা, বেহালার বিস্তীর্ন অঞ্চলে এখনও জল জমে রয়েছে। জল জমে রয়েছে হাওড়া স্টেশনের কাছে রেল লাইনেও, জল জমে আছে হাওড়া কার শেডের কাছে, ঝিলের পাশে। এর ফলে আজ বেশ কিছু ট্রেন যেমন বাতিল হয়েছে, তেমন কিছু ট্রেনের সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে।

সেন্ট্রাল এভিনিউতে জমে আছে জল

বাতিল হওয়া ট্রেনগুলি - 

পূর্বা এক্সপ্রেস, লাল কুঁয়া এক্সপ্রেস, হুল এক্সপ্রেস এবং হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস ।


সময় পরিবর্তন করা হয়েছে -

হিমগিরি এক্সপ্রেস 3 ঘন্টা 35 মিনিট দেরিতে ছাড়বে। দুন এক্সপ্রেস 3 ঘন্টা 20 মিনিট দেরিতে ছাড়বে। হাওড়া-নিউ দিল্লী সুপার ফাস্ট এক্সপ্রেস 5 ঘন্টা 5 মিনিট দেরিতে ছাড়বে।


পেট্রল স্পেশ্যাল ট্রেনগুলির মধ্যে বাতিল ঘোষনা করা হয়েছে - 

12 নম্বর আপ হাওড়া-ব্যান্ডেল । 10 নম্বর ডাউন ব্যান্ডেল-হাওড়া। এক জোড়া আরামবাগ-হাওড়া এবং দুই জোড়া হাওড়া-শেওড়াফুলি ।

অতিবৃষ্টির জেরে সার্কুলার রেল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

রিপোর্ট - সুব্রত রায়

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages