কৃত্রিম হাত প্রতিস্থাপন হল এক মহিলার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কৃত্রিম হাত প্রতিস্থাপন হল এক মহিলার

Share This

কৃত্রিম হাত প্রতিস্থাপন হল এক মহিলার


আজ খবর (বাংলা), বর্দ্ধমান, পশ্চিমবঙ্গ, 13/07/2021: একটি ক্লাবের উদ্যোগে আজ  কৃত্রিম হাত প্রতিস্থাপন করা হল এক মহিলার।     

পুর্ব বর্ধমান জেলার, বড়শুল কিশোর সংঘের সহযোগিতায় ও রোটারি ক্লাব অফ এমিনিটি বর্ধমান এর উদ্যোগে মঙ্গলবার রেঁনেশায় অবস্থিত BIMS নার্সিংহোমে অর্থোপেডিক ডাঃ S R Banerjee অধীনে বড়শুল এলাকারই কুমীরকোলো নিবাসী সুপ্রিয়া মন্ডল এর কৃত্রিম হাত এর স্থাপনের ব্যবস্থা করা হয়।  

কুমীরকোলো নিবাসী সুপ্রিয়া সরকারের (বর্তমানে বিবাহ সূত্রে শ্বশুর বাড়িতে থাকেন) ডান হাতটা ছোটো বেলায় ট্রেন দূর্ঘটনায় বাদ যায়। সুপ্রিয়া মন্ডলের সাথে যোগাযোগ করে তাঁকে রেঁনেসায় বিমস নার্সিংহোমে ডাঃ এস. আর. ব্যানার্জির কাছে Appointment করে দেখানো হয় গত ইংরাজী ৯.৭.২০২১ তারিখে।

 ডাক্তারবাবুর পরামর্শ মতো মঙ্গলবার দুপুর ৩ ঘটিকায় ওই নার্সিংহোমেই সুপ্রিয়া সরকারের কৃত্রিম হাত স্থাপন করা হলো। এখন থেকে সুপ্রিয়া মন্ডল সমস্ত কাজ কর্ম করতে পারবে বলে জানান চিকিৎসক । চিকিৎসা পেয়ে খুশি সুপ্রিয়া মন্ডল সহ সুপ্রিয়ার পরিবার।

রিপোর্ট : কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages