পড়ুয়াদের উজ্জীবিত করতে সংবর্ধনা দিলেন মন্ত্রী গোলাম রব্বানি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পড়ুয়াদের উজ্জীবিত করতে সংবর্ধনা দিলেন মন্ত্রী গোলাম রব্বানি

Share This

পড়ুয়াদের উজ্জীবিত করতে সংবর্ধনা দিলেন মন্ত্রী গোলাম রব্বানি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিচ্ছেন মন্ত্রী গোলাম রব্বানি


আজ খবর (বাংলা), রায়গঞ্জ, পশ্চিমবঙ্গ, 27/07/2021 : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানিয়ে তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করলেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি। 

এদিন রায়গঞ্জ শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে  কৃতী ছাত্রীদের  বাড়িতে গিয়ে পুষ্পস্তবক,  মিষ্টি সহ বেশকিছু উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী গোলাম রব্বানি। মন্ত্রীর সাথে সম্বর্ধনা দিতে যান উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল,  রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস এবং ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার। মন্ত্রী রব্বানি সাহেব বাড়িতে এসে সম্বর্ধনা জ্ঞাপন করায় খুশী দুই কৃতী ছাত্রী মাইনুর খাতুন ও ক্যামিলিয়া রায়।

২০২১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা না হলেও নির্দিষ্ট কিছু নিয়মবিধি অনুযায়ী তার ফলাফল ঘোষনা করে। মেধা তালিকা ঘোষনা না হলেও মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করে রায়গঞ্জ ব্লকের প্রত্যন্ত গ্রাম ঝিটকিয়া মাইনুর খাতুন। ৮০০ নম্বরের মধ্যে সে পেয়েছে ৭৯৬।  এর পাশাপাশি উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যে সম্ভাব্য নবম স্থান দখল করেছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্রী ক্যামিলিয়া রায়। তার প্রাপ্ত নম্বর ৪৯১।  

ক্যামিলিয়া ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে তৃতীয় স্থান দখল করেছিল। অভাবনীয় ফল করে এই দুই ছাত্রী উত্তর দিনাজপুর জেলার সন্মান ও গৌরব বৃদ্ধি করেছে। তাঁদের স্নমানিত করতে এবং সম্বর্ধনা জ্ঞাপন করতে এদিন দুই কৃতী ছাত্রীর বাড়িতে আসেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানি। তাদের উজ্জ্বল  ভবিষ্যৎ কামনা করার পাশাপাশি উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকার তাদের সর্বদা পাশে থাকবে এই আশ্বাসও দেন মন্ত্রী গোলাম রব্বানি। 

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages