আজ খবর (বাংলা), হাওড়া, পশ্চিমবঙ্গ, 16/07/2021 : এবার সেনা জওয়ান চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাওড়ার সাকরাইল। সেনাবাহিনীর কর্মী পরিচয়ে বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ।
ঘটনায় গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম রাজেশ প্রসাদ(৩৩)। সাকরাইলের রাজগঞ্জ এলাকায় সেনা উর্দিতে ও আর্মি লেখা গাড়িতে ছিল তার অবাধ যাতায়াত। শুক্রবার তাকে তোলা হবে হাওড়া আদালতে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। নিজেকে সেনা হাবিলদার পরিচয় দিয়ে সাকরাইলের সাতজনকে চাকরি দেওয়ার টোপ দেয় অভিযুক্ত। উর্দিতে ও আর্মি লেখা গাড়িতে এলাকায় ছিল তার অবাধ যাতায়াত। ছিল সেনার পরিচয় পত্রও। প্রতারিত এক যুবকের দাবি অনুযায়ী, ইন্ডিয়ান আর্মির বর্ডার রোডস অর্গানাইজেসনে কুক, সাফাইকর্মী সহ একাধিক পদে চাকরির করে দেওয়ার কথা বলে অভিযুক্ত। একইসঙ্গে প্রত্যেকের থেকে এই মর্মে ধাপে ধাপে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা করে নেয় সে। এরপর ওই বছর ফেব্রুয়ারি, এপ্রিল, জুন মাসে সাকরাইলের সাতজন যুবক এবং বিহার উত্তরপ্রদেশ মিলিয়ে মোট ৩২ জনকে সেনার পরীক্ষা দেওয়ার জন্য তিনবার নিয়ে যায় পুনেতে। সেখানে ফাঁকা মাঠে তাদের দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার পর ওই যুবক তাদের জানায় পরীক্ষা হয়ে গিয়েছে। সবেতেই পাশ করেছে চাকরিপ্রাথীরা। এই প্রত্যেক ধাপে প্রায় এক লক্ষ টাকা করে নিতে থাকে বেকারদের থেকে।
এরপর দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও চাকরি না মেলায়, ক্ষোভে ফেটে পড়ে চাকরি প্রার্থীরা। এরপর নিজের বাড়ি থেকে পালিয়ে ৬ নম্বর জাতীয় সড়কের ধরে একটি হোটেলে নিজের স্ত্রীকে নিয়ে আশ্রয় নেয় । এরপর ২০২১ সালের মার্চ মাস নাগাদ সাঁকরাইলের বাসিন্দা ওই সাত যুবকে সে কোর্ট পেপারে লিখিত দেয় ধাপে ধাপে সে টাকা ফিরিয়ে দেবে। সেইমত সবাইকে এসবিআই ব্যাঙ্কের চেকও দেয়। কিন্তু সেই চেক বাউন্স করায় মোট ৬ জন লিখিত আকারে অভিযোগ করে সাকরাইল থানায়। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে সাঁকরাইল থানার পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, তার প্রতারণার জাল কতদূর ছড়িয়ে রয়েছে তা তদন্তে খতিয়ে দেখা হবে।