স্বর্ণজয়ীদের রাজ্য সরকার এত কম টাকা দেবে ? প্রশ্ন শুভেন্দু অধিকারির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


স্বর্ণজয়ীদের রাজ্য সরকার এত কম টাকা দেবে ? প্রশ্ন শুভেন্দু অধিকারির

Share This

স্বর্ণজয়ীদের রাজ্য সরকার এত কম টাকা দেবে ? প্রশ্ন শুভেন্দু অধিকারির


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 17/07/2021 : ভারত থেকে আজ যে 119 জন খেলোয়াড় টোকিও অলিম্পিকের জন্যে রওনা হলেন, তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপী বিধায়ক শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে এই রাজ্যের কোনো খেলোয়ার স্বর্ণ পদক জিতলে তাঁদের জন্যে সবচেয়ে কম অর্থ ধার্য করার জন্যে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গ সরকারকে।

পশ্চিমবঙ্গ থেকে মোট তিন জন এবারের অলিম্পিকে যোগ দিতে যাচ্ছেন। টেবল টেনিসে সুতীর্থা মুখার্জি, জিনাস্টিক্সে প্রণতি নায়েক ও তীরন্দাজিতে অতনু দাস। এই তিনজনকেই শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন অলিম্পিকে স্বর্ণ পদক বিজয়ীদের প্রাইজ মানি নিয়ে, যা ঘোষনা করেছে রাজ্য সরকার। শুভেন্দুবাবুর বক্তব্য, যেখানে তাদের রাজ্যের স্বর্ণ পদক বিজয়ীদের হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা 6 কোটি তাকা করে দিচ্ছে, কর্নাটক ও গুজরাট 5 কোটি,

দিল্লী, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু দিচ্ছে 3 কোটি টাকা করে, পঞ্জাব দিচ্ছে 2 কোটি 25 লক্ষ টাকা করে, হিমাচল প্রদেশ, ঝাড়খন্ড, তেলেঙ্গানা দিচ্ছে 2 কোটি টাকা করে, উত্তরাখন্ড দিচ্ছে দেড় কোটি টাকা করে, মনিপুর দিচ্ছে 1 কোটি 20 লক্ষ টাকা করে, মহারাষ্ট্র, কেরালা ও গোয়া দিচ্ছে 1 কোটি টাকা করে, মেঘালয় দিচ্ছে 75 লক্ষ টাকা করে, জম্মু ও কাশ্মীর দিচ্ছে 50 লক্ষ টাকা করে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার মাত্র 25 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষনা করেছে ? দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গ সরকার আবার 'খেলা হবে' দিবস পালন করার কথা ভাবছে ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages