জলপাইগুড়িতে উদ্ধার বিরল বিষধর সাপ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জলপাইগুড়িতে উদ্ধার বিরল বিষধর সাপ

Share This

জলপাইগুড়িতে উদ্ধার বিরল বিষধর সাপ


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 27/07/2021 : মঙ্গলবার সকালে জলপাইগুড়ি রায়কত পাড়া থেকে উদ্ধার করা বিরল বিষাক্ত কালাচ সাপ বনদপ্তরের হাতে তুলে দিল স্বেচ্ছাসেবী সংস্থা।

সূত্রের খবর, রায়কত পাড়ার বাসিন্দা রাজকুমার রায় নামে এক ব্যক্তি তার বাড়িতে ওই সাপটি দেখে "ওয়াইল্ড লিফ" নামে ওই সংস্থাকে ফোন করে। প্রথমে দাঁড়াস সাপ ভেবে ঐ পরিবারের সদস্যরা নিজেরাই সাপটিকে ধরতে যান। কিন্তু সাপটিকে ধরা যায় নি। পরে জানা যায় সেটি মারাত্মক বিষধর কৃষ্ণ কালাচ সাপ।

স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যেরা ঘটনাস্থলে  গিয়ে সাপটিকে উদ্ধার করে বন্দপ্তরের হাতে আজ তুলে দেবে বলে সংস্থার তরফে দেবার্ঘ্য রক্ষিত জানিয়েছেন। এটি একটি বিরল প্রজাতির বিষধর সাপ বলে তারা জানিয়েছেন। সাপটির আনুমানিক বয়স ৩-৬ মাস বলে তাদের অনুমান।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages