দেশে তিন জায়গায় ভূমিকম্প - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশে তিন জায়গায় ভূমিকম্প

Share This

দেশে তিন জায়গায় ভূমিকম্প


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 21/07/2021 : আজ দেশের তিন জায়গায় ভূমিকম্প অনুভূত হল। গভীর রাতে মেঘালয়, ভোরবেলায় লেহ এবং রাজস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

প্রথম ভূকম্পন অনুভূত হয় মধ্যরাত্রে 2:10 মিনিটে মেঘালয় রাজ্যের গারো হিলসে । রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 4.1; মধ্যরাতেই ভূকম্পন টের পেয়ে ঘুম থেকে উঠে পড়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন গারো হিলসের মানুষ।

দ্বিতীয় ভূকম্পন অনুভূত হয় 4:57 মিনিটে। ভোর রাতেই লাদাকের লেহ উপত্যাকা কেঁপে ওঠে ভূমিকম্পে। ন্যাশানাল সেন্টার ফর সিস্মোলজি জানিয়েছে লেহ অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6;

আজ ভোর 5:24 মিনিট নাগাদ তৃতীয় ভূমিকম্পের খবর আসে রাজস্থানের বিকানীর থেকে। রিখ্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.3; ভুকম্পের কেন্দ্রস্থল ছীল বিকানীর শহর থেকে 343 কিলোমিটার উত্তর পশ্চিম দিকে, ভুপৃস্ঠ থেকে 110 কিলোমিটার নীচে। 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages