আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 26/07/2021 : গতকাল সিকিম সহ উত্তরবঙ্গের বিস্তীর্ন অঞ্চলে ভূমিকম্প হওয়ার পর আজ ভূমিকম্পে কেঁপে উঠল হায়দরাবাদের মাটি।
গতকাল পাহাড়ি রাজ্য সিকিম ভূমিকম্পে কেঁপে উঠেছিল। রিখ্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল 4; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পুর্ব সিকিমে ভুপৃস্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। তবে শুধু সিকিম নয়, গতকাল ভূকম্পন অনুভূত হয়েছিল সমগ্র উত্তরবঙ্গেই। গোটা ডুয়ার্স অঞ্চলও ঝাঁকুনি অনুভব করেছিল।
আজ ভোর পাঁচটা নাগাদ ভূকম্পন অনুভূত হল অন্ধ্রপ্রদেশের হায়দ্রাবাদ এলাকায়। রিখ্টার স্কেলে ভুকম্পনের মাত্রা ছিল 4; ন্যাশানাল সিস্মলজি সেন্টার জানিয়েছে, হায়দ্রাবাদ শহর থেকে 156 কিলোমিটার দক্ষিনে ভুপৃস্ঠ থেকে প্রায় 10 কিলোমিটার গভীরে ছিল ভুকম্পনের উত্পত্তিস্থল।
সিকিম বা হায়দ্রাবাদ, দুই জায়গাতেই ভূকম্পন অনুভূত হলেও সেভাবে কম ক্ষয়ক্ষতির খবারাখবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।