দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা

Share This

দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে অতি বৃষ্টির সতর্কতা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/07/2021 : আজ সকাল থেকেই দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে চলছে ব্যাপক বৃষ্টিপাত। প্রচন্ড বৃষ্টির এই আবহে রাজ্যের আবহাওয়া নিয়ে সতর্ক করল রাজ্য সরকার।

বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপ আজ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলভাগের ওপরেই রয়েছে। যার জেরে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় গতকাল মধ্যরাত থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে।

দক্ষিণ বঙ্গের যে সব জায়গায় খুব বেশি বৃষ্টি হয়েছে সেগুলি হল মেদিনীপুর, খড়গপুর, দুর্গাচক, মোহনপুর, ইটামোগরা, ক্যানিং, বড়িশা, ইন্দাস, ঘাটাল, ঝাড়গ্রাম, সবং, কলাইকুন্ডা, পাঁশকুড়া, আমগাছিয়া, ঝাড়গ্রাম, কাঁথি, ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগর, আলিপুর, রায়না, লালগড়, তমলুক ও চৌবাগা।

রাজ্য সরকার একটি বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, আগামী 48 ঘন্টায় দক্ষিণ বঙ্গের বিভিন্ন জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ অর্থাৎ 29 তারিখে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় অতিভারি বৃষ্টি এবং লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পুর্ব ও পশ্চিম বর্দ্ধমান এবং হুগলি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম ও নদীয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আগামী পরশু অর্থাৎ 30 তারিখে পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই দুদিন মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্ঞ্চাপ ক্রমেই উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে। পশ্চিমবঙ্গের সীমানা অতিক্রম করে এই নিম্নচাপ সরে যাবে ঝাড়খন্ড ও বিহারের দিকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages