![]() |
মনমীত সিং |
আজ খবর (বাংলা), ধরমশালা, হিমাচল প্রদেশ, 14/07/2021 : হিমাচল প্রদেশের কাংড়া জেলার কারেরি লেকের ধার থেকে উদ্ধার করা হল বিখ্যাত পাঞ্জাবী সুফি গায়ক মনমীত সিং ওরফে মান্টির মৃতদেহ।
মনমীত সিং যথেষ্ট জনপ্রিয় একজন সুফি গায়ক। তিনি বন্ধুদের সাথে ধরমশালার কাছে কারেরি লেক অঞ্চলে গিয়েছিলেন। গতকাল রাতে তিনি একাই চলে গিয়েছিলেন কারেরি লেকের ধারে। সেই সময় বাইরে বৃষ্টি পড়ছিল। ব্যাপক বৃষ্টিতে মনমীত লেকের ধারে আটকে পরেন এবং পা পিছলে কারেরি লেকের জলে পড়ে যান বলে অনুমান পুলিশের। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
মনমীত সেইন ব্রাদার্স নামে একটি গ্রুপে গান গাইতেন। মূলত সুফি গান গাইতেন তিনি। এই রহস্যময় মৃত্যুর কারণে শোকাহত তাঁর পরিবার এবং গুণমুগ্ধ অগণিত ভক্তেরা। আজ মনমীত সিং এর মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছে।হিমাচলের পুলিশ।