আজ খবর (বাংলা), গোপীবল্লভপুর, পশ্চিমবঙ্গ, 05/07/2021 : গোপীবল্লভপুরের গ্রাম অঞ্চলে দিন ভর রীতিমত দাপিয়ে বেরালো দাঁতাল হাতির দল।
খাবারের আকাল। খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে প্রবেশ করলো গজরাজ। ঘুম থেকে উঠে ঘরের সামনে দাঁতাল কে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঘটনাটি, সোমবার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ব্লকের পিড়াশিমূল, টোপগেড়িয়া, ভট্টগোপালপুর, বাকড়া সহ বেশ কয়েকটি গ্ৰামে দাঁপিয়ে বেড়ালো আট টি দলমার দাঁতালের দল। মোট আটটি হাতি রয়েছে ওই দলে। ।
জঙ্গলে খাবারের অকাল, ক্ষেতেও নেই তেমন কোনো ফসল। খাবারের সন্ধানে গজরাজের দল জঙ্গল ছেড়ে সুবর্ণরেখা নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়তে পিড়াশিমূল, টোপগেড়িয়া, ভট্টগোপালপুর, বাকড়া গ্ৰামের মধ্যে এদিক ওদিক ছুটে বেড়ায় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দলছুট দাঁতালের দল খাদ্যের সন্ধানে গোপীবল্লভপুরের বেশ কিছু গ্ৰামে তাণ্ডব চালিয়ে বেশ কিছু চাষের জমিতে ও তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামে। প্রাণভয় রীতিমতো ছোটাছুটি করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
দাঁতালের দলটিকে কে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করলে বেশ কিছুক্ষণ গ্রামের রাস্তায় রোডমার্চ করার পর অবশেষে দাঁতালের দল জঙ্গলে দিকে চলে যায়। পাশাপাশি গোপীবল্লভপুর ২ নং ব্লকের আগড়বনী এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলমার দাঁতালের দল। আতঙ্কিত গ্ৰামবাসীরা।
রিপোর্ট : সৃঞ্চিনী পোদ্দার