সীমান্তে ফের সেনা মোতায়েন চীন ও ভারতের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সীমান্তে ফের সেনা মোতায়েন চীন ও ভারতের

Share This

সীমান্তে ফের সেনা মোতায়েন চীন ও ভারতের


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 21/07/2021 : বেশ কিছুদিন শান্ত থাকার পর আজ ফের লাইন অফ একচুয়াল কন্ট্রোলের ওপারে চীনা সেনাবাহিনীর তত্পরতা দেখতে পাওয়া গিয়েছে।

সেনাসুত্রে জানা গিয়েছে, উত্তরাখন্ডে এলএসির ওপারে ফের চীনের লিবারেশন পিপলস আর্মি ভীড় করেছে। আজ উত্তরাখন্ডের বারাহতি সীমান্তের ওপারে চীনা সেনাদের প্রায় 35টি ট্রুপ এর প্লাটুন দেখা গিয়েছে। এই সেনাবাহিনী নিজেদের মধ্য কিছুটা ফাঁক বজায় রেখে সক্রিয়ভাবে কোনো বিশেষ কাজে ব্যস্ত রয়েছে বলে মনে করা হচ্ছে। 

উত্তরাখন্ড বারাহতি সীমান্তের এই জায়গায় চীনা সেনাদের এতটা সক্রিয়ভাবে দেখা যায় নি গত এক বছরের মধ্যে। তবে কি আগামী শীতে চীন উত্তরাখন্ডের এই বারাহতি সীমান্ত দিয়েই আক্রমণ করার পরিকল্পনা নিয়েছে ? সীমান্তের ওপারে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরাও। পুর্ব লাদাখে এভাবেই চীনা সেনাবাহিনীর সাথে সংঘাতের সৃষ্টি হয়েছিল। সেনা সুত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে লাল ফৌজের ভীড়  বাড়তেই এপারেও অধিক পরিমানে সেনা ও অন্যান্য সামগ্রী মোতায়েন করতে শুরু করেছে ভারত। সব মিলিয়ে চাপা উত্তেজনা ভারত-চীন সীমান্তে। ভারতের আকাশে চক্কর কাটতে শুরু করেছে চিনুক হেলিকপটার ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages