আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 30/07/2021 : এবার আলাদা রাজ্যের দাবী তুলল কামতাপুর পিপলস পার্টি (KPP)।
বাম আমলের একটা সময়ে প্রায়ই সংবাদ শিরোনামে থাকতে দেখা যেত কামতাপুর পিপলস পার্টিকে। মাঝে বেশ কয়েক বছর সেভাবে আন্দোলন করে পথে নামতে দেখা যায় নি। তবে আজ বড়সড় জমায়েত করে জলপাইগুড়ি জেলাশাসকের কাছে নিজেদের দাবীদাওয়া পেশ করে এলেন কেপিপির সদস্য ও সমর্থকেরা।
কেপিপির দাবীগুলির মধ্যে প্রধান দাবীগুলো ছিল আলাদা রাজ্য এবং তাঁদের স্বীকৃতির। কামতাপুর পিপলস পার্টি জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁরা আলাদা কামতাপুর রাজ্য চান।
পাশাপাশি তাঁরা চান কামতাপুরি ভাষাকে অষ্টম তফসিলে নথীভুক্ৎ করা হোক। এছাড়াও উত্তরবঙ্গে বীর চিলা রায়ের নামে সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং উত্তরবঙ্গে এইমস হাসপাতালের দাবী রয়েছে কামতাপুর পিপলস পার্টির। তাঁরা জানিয়েছেন, তাঁদের দাবী পুরণ না হলে ভবিষ্যতে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।
রিপোর্ট : সুতপা পোদ্দার