আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 12/07/2021 : সৌজন্য রক্ষার্থে আমের বদলে এবার আনারস গেল প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে।
5 জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর জন্য বাংলাদেশের বিখ্যাত আম হাড়িভাঙ্গা 300kg উপহার পাঠিয়েছিলেন। আজ সকালে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 400 টি কিউ ভ্যারাইটি রাজ্যের আনারস পাঠালেন।
আগরতলা আখাউড়া সীমান্ত দিয়ে আনারস গুলি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আগরতলা আখাউড়া চেকপোষ্টে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফ ইন্ডিয়ার সেকেন্ড সেক্রেটারি উদত ঝা। এবং রাজ্যের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স এর অধিকর্তা ও হটিকালচার দপ্তরের অধিকর্তা ডক্টর PB জমাতিয়া।