![]() |
আইনজীবী কমলেশ |
আজ খবর (বাংলা), পাটনা, বিহার, 02/07/2021 : পাকিস্তানের হয়ে সওয়াল করায় বিহারের আদালতে জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহেবুবা মুফতিকে আটক করার আবেদন করে মামলা করা হল।
কিছুদিন আগেই পাকিস্তানের হয়ে সওয়াল করেছিলেন জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি । তাঁর সেই বিবৃতির বিরুদ্ধে আজ বিহারের আদালতে আইপিসি 323, 504, 109, 110, 111, 120 বি এবং 124 ধারায় মামলা করে মেহেবুবা মুফতিকে আটক করার আবেদন করলেন প্রবীণ আইনজীবী কমলেশ।
গত মাসের 24 তারিখে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা অবলুপ্তির পর কাশ্মীরকে ফের রাজ্য তকমা ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এবং কাশ্মীর উপত্যাকায় শান্তি ফিরিয়ে আনতে নরেন্দ্র মোদী কাশ্মীরের ছোট বড় সব রাজনৈতিক দলের সাথে বৈঠক।করছেন।
নরেন্দ্র মোদীর এই বৈঠক প্রদঙ্গে মেহেবুবা মুফতি বলেছিলেন কাশ্মীরের উন্নয়ন ও শান্তি প্রক্রিয়ার জন্যে যদি আলোচনা ও বৈঠক করতেই হয়, তাহলে সেই বৈঠকে পাকিস্তানেরও থাকা উচিত। ঐ আলোচনায় পাকিস্তানকেও আমন্ত্রন জানানো উচিত। মেহেবুবা মুফতির এই ধরনের বিবৃতির পর আজ বিহার করতে মামলা করলেন আইনজীবী কমলেশ। আগামী 7 তারিখ ঐ মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।