![]() |
এ এস আই ভূপতি দত্ত |
আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 31/07/2021 : জলপাইগুড়িতে বিদ্যুৎ পিষ্ট হয়ে পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য।ইনভার্টারের ব্যাটারিতে জল ঢালতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বছর ৫৫ র এ এস আই ভূপতি দত্তের।
এই ঘটনায় ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল বলেন এ এস আই বিভূতি দত্ত (৫৫) জলপাইগুড়ি দেবনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। গতকাল রাতে তাঁর বাড়ির ইনভার্টার মেশিন ঠিকমতো কাজ করছিলো না। তাই তিনি ইনভার্টারের ব্যাটারিতে জল ঢালতে গেলে কোনোভাবে বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ তাঁর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এভাবে আচমকা এ এস আই এর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহল ও এলাকায়।
রিপোর্ট : গীতশ্রী মুখার্জি