আজ খবর (বাংলা), বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 16/07/2021 : অবিশ্বাস্য হলেও সত্যি আটটি পা নিয়ে জন্মানো ছাগল, দূরদূরান্ত থেকে ভিড় করেছে ছাগলের বাচ্চা দেখার জন্য গ্রামের মানুষ। উত্তর ২8 পরগনার বনগাঁ এলাকার ঘটনা
ঘটনাটি ঘটেছে উত্তর ২8পরগনার বনগাঁ ঘাট বাওড় পঞ্চায়েত এলাকার কালমেঘা এলাকার ঘটনা। স্বভাবত আমরা জানি ছাগলের চারটি পা হয় , কিন্তু এই পরিবার দীর্ঘদিন ধরে ছাগল গরু তাড়া তাড়া পুষে আসছে, এই প্রথম তারা দেখল ছাগলের আটটি পা, বৃহস্পতিবার ছাগলটি দুটি ছাগলের বাচ্চার জন্ম দেয় একটি সম্পূর্ণ সুস্থ চারটি পা নিয়ে জন্মালেও আরেকটি আটটি পা নিয়ে জন্মায় , কিছুক্ষণের জন্য বেঁচেছিল ছাগলটি পরবর্তীতে মারা যায় কিন্তু ঘটনার খবর জানাজানি হতেই গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের মানুষ আসতে শুরু করে সেই বাড়ির ছাগলটিকে দেখতে।
প্রথম অবস্থায় পরিবারের লোকজন কিছুটা ভয় পেয়ে গেছিল ছাগলটির বাচ্চা দেখে কারণ এর আগে কোনদিনও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি তারা।
রিপোর্ট : বৈশাখী সাহা