আজ খবর (বাংলা), উলুবেড়িয়া, হাওড়া, পশ্চিমবঙ্গ, 29/07/2021 : বৃষ্টির জমা জলে এলাকার সাধারন মানুষের ভোগান্তি ঠিক কতটা হচ্ছে, তা সরেজ্মিনে দেখে গেলেন প্রাক্তন ফুটবলার তথা বিধায়ক বিদেশ বসু।
একদিনের বৃষ্টিতে জলমগ্ন বলরামপোতা বিস্তীর্ণ এলাকার ২৭,২৮নং বুথ ১০, ১১নং সংসদের খবর আমরা আগেই তুলে ধরেছিলাম আজ এই এলাকার বিস্তীর্ণ এলাকা শুধুমাত্র ঘুরে দেখলেন না সাধারণ মানুষের এই অসুবিধার দিকটি অর্থাৎ জল নিকাশির সংস্করণের বিষয়টি উলুবেড়িয়া ২নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়ে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিলেন তারকা জগতের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা বিশিষ্ট ফুটবলার বিদেশ বসু।
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপোতা এলাকায় ভারী বৃষ্টির ফলে এই দুর্যোগ ঘটেছিল বলে মনে করা হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য হাবিবুর রহমান মোল্লার কথায় আমরা বিষয়টি স্থানীয় বিধায়ককে জানিয়েছিলাম উনি আজ এলাকা পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।এদিন বিধায়ক রঘুদেবপুর অঞ্চল সভাপতি পল্লব গাঙ্গুলি, পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক তরুণ কান্তি ঘোষাল,উলুবেড়িয়া ২নং পঞ্চায়েত সমিতির সহ:সভাপতি উওম দাস,স্থানীয় পঞ্চায়েত সদস্য মোল্লা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিধায়ক আমাদের প্রতিনিধিকে জানান আমি এলাকা ঘুরে দেখলাম স্থানীয় বাসিন্দাদের সমস্যা আমি একজন জনপ্রতিনিধি হিসাবে ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ সরকারি প্রতিনিধিকে জানাবো, রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান জুবের আলম উনি এবিষয়ে প্রশাসননিক সহযোগিতার আশ্বাস দেন।
রিপোর্ট : সুরজিত আদক