আজ খবর (বাংলা), মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 02/07/2021 : রাজ্যে চলছে অতি মহামারী করোনা আবহাওয়া। সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্য জুড়ে চলছে লকডাউন। আর্থিক সংকট ও মানসিক অবসাদের জেরে প্রায় 49 বছর বয়সি সুবোধ মণ্ডল নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মুর্শিদাবাদের নবগ্রাম থানার পাশলা গ্রামে বাড়ির চিলেকোঠায় রাত্রি প্রায় 11:30 নাগাদ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন এই ব্যক্তি। স্থানীয় ও পরিবারের অনুমান বেশ কিছুদিন আগে থেকেই আর্থিক সঙ্কটে ভুগছিলেন মৃত সুবোধ মণ্ডল ও তার পরিবার। লকডাউন এর জেরে বাড়িতে কর্মহীন হয়ে বসে আছে একমাত্র ছেলে। পেশায় রাজ্যের বাইরে বেসরকারি সংস্থায় কর্মরত ছিল তার ছেলে। বার্ধক্যজনিত কারণে কোন কর্ম করতেন না বলে জানা যায় সুবোধ মণ্ডল, উপার্জন করতো মৃত ব্যক্তির ছেলে। কিছুদিন আগে ধারদেনা করে বসতবাড়ি নির্মাণ করে ওই ব্যক্তি ও তার পরিবার। ফলে বৃহস্পতিবার রাত্রে আত্মহত্যা করেন সুবোধ মণ্ডল। ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে,শুক্রবার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিকেল কলেজে। তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ। এই ঘটনার জেরে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
রিপোর্ট : সুব্রত রায়