আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 19/07/2021 : জাপানের টোকিওতে আয়োজিত অলিম্পিকে যোগ দিতে ৫৪ জন খেলোয়াড় সহ ৮৮ সদস্যের ভারতীয় দল আজ টোকিওর নারিতা বিমানবন্দরে পৌঁছেছে। কুর্বে শহরের প্রতিনিধিরা প্রতিনিধি দলটিকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন।
অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় দলকে উষ্ণ অভ্যর্থনা জানাতে গত রাতে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর এবং ওই মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী নিশীথ প্রামানিক।এক টুইটার বার্তায় শ্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, "আমাদের উজ্জ্বল অ্যাথলেটদের জন্য অভিনন্দন, ১৩০ কোটি ভারতীয়ের নাড়ির স্পন্দন অনুভূত হচ্ছে।"
আটটি বিভাগে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অন্যান্যরা এই প্রতিনিধি দলে ছিলেন। এই আটটি বিভাগের মধ্যে রয়েছে ব্যাডমিন্টন, তীরন্দাজি, হকি, জুডো, সাঁতার, ভারোত্তোলন, জিমন্যাস্টিকস এবং টেবিল টেনিস। ভারত থেকে মোট ১২৭ জন খেলোয়াড় অংশ নেবে। টোকিও অলিম্পিক হলো ভারতের সর্বোচ্চ খেলোয়াড় দল।
গতরাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের খেলোয়াড়দের প্রতি ১৩০ কোটি ভারতবাসীর শুভেচ্ছা রয়েছে। তিনি বলেন, যারা নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছেন তাঁরা তাঁদের দুর্দান্ত পারফরম্যান্স তুলে ধরবেন। এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন। শ্রী ঠাকুর বলেন, যেসব খেলোয়াড় দেশের প্রতিনিধিত্ব করছে তাঁদের কাছে একটা স্নায়ুর লড়াই থাকে। তবে শেষ পর্যন্ত তাঁদের মানসিক শক্তি প্রতিফলিত হয় তাঁদের দক্ষতার মধ্যে দিয়ে।
Loading...