আজ খবর (বাংলা), তপন, দক্ষিণ দিনাজপুর, 27/07/2021 : শ্বশুরবাড়িতে গিয়ে একটি খারাপ হয়ে যাওয়া ফ্যান ঠিক করতে গিয়ে দুর্ভাগ্যজনক মৃত্যু হল এক ব্যক্তির।
শ্বশুরবাড়িতে ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল জামাইয়ের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায়। মৃত যুবকের নাম রোহিত মুর্মু(২৩)। বাড়ি মালদা জেলার হব্বিপুর থানার বজরুখানপুর এলাকায়।
গতকাল রাতে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার হরসুরা এলাকায় শ্বশুরবাড়িতে ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান রোহিত মুর্মু। এদিকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পুলিশ বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।