আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 27/07/2021 : বিধানসভা নির্বাচনে জিতে দিল্লী গিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।
তিনদিনের দিল্লী সফরে গিয়েছেন মমতা ব্যানার্জি। আজ তিনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন। মমতা মোদীকে বলেন পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেশি, তাই অল্প সংখ্যক করোনা প্রতিষেধক পাঠালে কোনো লাভ হবে না। আরও বেশি করে প্রতিষেধক পাঠাতে হবে। রাজ্য সরকার দীর্ঘদিন ধরেই বলে আসছে প্রচুর পরিমানে জিএসটি বাবদ বকেয়া হয়ে রয়েছে কেন্দ্র সরকারের কাছে। সেই বকেয়া রাজ্য সরকারকে কেন্দ্র সরকার যেন অবিলম্বে প্রদান করে। এছাড়াও আম্ফানের ক্ষতিপুরণ বাবদ রাজ্যের অনেক দাবী দাওয়া ও পাওনা আছে। সেগুলিও যেন মিটিয়ে দেওয়া হয়। ইয়াস ঘূর্ণি ঝড় বাবদ যে ক্ষতিপুরণ রাজ্যগুলিকে দেওয়া হয়েছিল, সেখানেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে দাবী করেছেন মুখ্যমন্ত্রী ।
আগামীকাল মমতা ব্যানার্জি দুপুর 1টা নাগাদ দলের বিশেষ কয়েকজন নেতার সাথে বৈঠকে বসবেন সুখেন্দু শেখর রায়ের বাড়িতে। দুপুর আড়াইটে নাগাদ সাংবাদিকদের সাথে দেখা করবেন এবং তাঁদের প্রশ্নের উত্তর দেবেন। বিকেল সাড়ে 4টে নাগাদ মমতা সনিয়া গান্ধীর সাথে বৈঠক করবেন এবং সন্ধ্যে 6টা নাগাদ দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
রাষ্ট্রপতি রামনাথ কবিন্দের সাথেও দেখা করার কথা ছিল মমতার। কিন্তু রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, তাঁর সাথে সাক্ষাত করতে হলে করোনা টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট লাগবে। মমতা বলেন, "এই মুহুর্তে করোনা টেস্ট করা সম্ভব নয়। রাষ্ট্রপতির সাথে পরে সাক্ষাত করব।"