আজ খবর (বাংলা), উত্তরপাড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 10/07/2021 : উত্তরপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী তৃণমূল কাউন্সিলার দীপক কুন্ডুর ছেলের নামে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলো এক পদস্থ পুলিশ কর্তার মেয়ে ৷
অভিযোগকারী কিশোরীর অভিযোগ তার ফোন নাম্বারের সাথে অন্য মহিলার ছবি ব্যাবহার করে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন সময় ছড়িয়ে দেয় এক সময়কার তারই সহপাঠী প্রভাশালী তৃণমূল নেতার ছেলে ৷যার ফলে বিভিন্ন অচেনা নাম্বার থেকে ও কিশোরীর কাছে অশ্লীল প্রস্তাব আসতে শুরু করে ৷এই ঘটনা কথা লিখিত ভাবে বিধাননগরের সাইবার ক্রাইমে অভিযোগ করে ওই পুলিশ কর্তার কন্যা ৷ ওই পুলিশ কর্তার কন্যা আরো অভিযোগ করেন বিভন্ন সময় তণমূল নেতার ছেলে তাকে বলে আইন তার মতো নেতার ছেলের কিছু করতে পারবেনা এসব সাধারন মানুষের জন্য ৷
ওই কিশোরী প্রশ্ন করেছে আইন কি প্রভাবশালী নেতার ছেলেদের জন্য প্রযোজ্য নয় ? সুত্র মারফত জানা গেছে এই বিষয় তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইমের পুলিশ ৷এই বিষয় উত্তরপাড়ার তৃণমূল নেতা তথা ৮নম্বর ওর্ডের কোয়ার্ডিনেটার তপস মুখার্জী সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যদি ঘটনা সত্যি হয় তবে খুবই নিন্দনিয় এবং দল এই ধরনের অপরাধের বিরোধীতা করবে ৷
সংবাদ মাধ্যমের পক্ষ থেকে দীপক কন্ডুর চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি ৷
রিপোর্ট : রাকেশ চক্রবর্তী