আগামীকাল শহীদ দিবসের পাল্টা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আগামীকাল শহীদ দিবসের পাল্টা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস

Share This

আগামীকাল শহীদ দিবসের পাল্টা বিজেপির শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 20/07/2021 :  তৃণমূলের শহীদ দিবসের পাল্টা এবার বিজেপিও রাজ্য জুড়ে একই দিনে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করতে চলেছে। এই অনুষ্ঠানের মুল বক্তব্য 'গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও'।

প্রতি বছর তৃণমূল কংগ্রেস 21শে জুলাই শহীদ দিবস পালন করে আসছে। আগামীকালও শহীদ দিবস পালিত হবে। এদিকে নির্বাচনের পর থেকে রাজ্য বিজেপি বার বার অভিযোগ তুলেছে তাদের কর্মী সমর্থকদের খুন করে দেওয়া হচ্ছে। অত্যাচার করা হচ্ছে। এই খুন হয়ে জাওয়া কর্মীদের শ্রদ্ধা জানাতেই বিজেপি আগামীকাল শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করতে চলেছে। 

বিজেপির এই শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবসে মুল বক্তা হিসেবে থাকবেন শুভেন্দু অধিকারী। তিনি সম্ভবত দিল্লী থেকে ভার্চুযালি এই অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়াও এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলার অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা। আগামীকাল দিল্লীর রাজ্ঘাটে বিজেপির সমর্থক শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করবেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

গতকাল রায্গঞ্জে বিজেপি কর্মী দেবেশ বর্মনকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে

বিজেপি নেতা জয় প্রকাশ মজুমদার আজ খবরকে জানিয়েছেন, "তৃণমূল কংগ্রেস প্রতি বছর যে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ দিবস করে তাঁরা কেউই তৃণমূলের সমর্থক ছিলেন না। তাঁরা কংগ্রেসের সমর্থক ছিলেন। তৃণমূলের তখন জন্মই হয় নি। শহীদ দিবস নিয়ে তৃণমূল প্রতি বছর ভণ্ডামি আর দ্বিচারিতা করে চলেছে। মানুষের সেটা বোঝা উচিত।"

জয় প্রকাশবাবু বলেন, "নির্বাচনের পর অন্তত 150 বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। গতকালও একজনকে মেরে ফেলা হয়েছে। ওরা এখন হত্যার কারখানা হয়ে উঠেছে। যারা হত্যা করছে, তারাই আবার শহীদদের শ্রদ্ধা দেখাচ্ছে !" আগামীকাল এই বিষয়টাই তুলে ধরতে রাজ্যব্যাপী শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করতে চলেছে বিজেপি। অনুষ্ঠান শুরু হবে বিজেপির হেস্টিংস এর দপ্তর থেকে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages