আজখবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/07/2021 : করোনা আবহে রাজ্যে লক ডাউন সহ নানান বিধি নিষেধ থাকলেও সরকারী নির্দেশিকা অনুযায়ী আজ থেকে 50% যাত্রী নিয়ে পথে নামার কথা বাসের। কিন্তু তা সাত্ত্বেও কলকাতার রাজ পথে আজ সেভাবে বাসের দেখা মিলল না । বিপাকে যাত্রী সাধারন মানুষ।
লক ডাউনের জেরে বেশ কিছুদিন বন্ধ থাকার পর সরকারী নির্দেশে আজ থেকেই রাজপথে বাস নামার কথা ছিল। তবে সরকারী নির্দেশিকায় বলা হয়েছিল 50% যাত্রী নিতে পারবে বাসগুলি। কিন্তু আজ সকাল থেকে কলকাতার রাজপথে সেভাবে বাসের দেখা মিলল না। কয়েকটি মিনি বাসের দেখা অবশ্য পাওয়া গিয়েছে।
এই মুহুর্তে রাজ্যে ডিজেলের মূল্য 100 র কাছে চলে এসেছে। ডিজেলের দাম এতটাই বেড়ে গিয়েছে যে পুরোন ভাড়ায় আর বাস চালাতে রাজি হচ্ছেন না রাজ্যের বাস মালিকরা। তাঁরা বলছেন, পকেট থেকে দিয়েও পুরোন ভাড়ায় বাস চালানো সম্ভব নয়। তাই আজ কলকাতার রাজ পথে বাসের দেখা নেই। আজ কলকাতায় সরকারী বাসের সংখ্যাও বেশ কম। এর ফলে সাধারন মানুষের সমস্যা একই রকম থেকে গেল । যথেষ্ট বিপাকে সাধারন মানুষ।
আজ কলকাতার রাজপথে কিছু ট্রাম চলাচল করতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে বেশ কিছু ট্যাক্সিও। তবে সেই ট্যাক্সিগুলি মিটারে যাতায়াত করছে না। কেউ কেউ শাটলে যাচ্ছে। আবার কেউ কেউ যা খুশি ভাড়া হঁকাচ্ছে । জনৈক ট্যাক্সি চালক জানিয়েই দিলেন ট্যাক্সির ন্যুনতম ভাড়া অন্তত 50 টাকা না হলে মিটারে ট্যাক্সি চালানো সম্ভব নয়। এর মধ্যেও আবার ভাড়া বাড়িয়ে দিয়েছে বেসরকারি ক্যাব সংস্থা উবের। সব মিলিয়ে ভয়ংকর সমস্যায় পড়েছেন সাধারন মানুষ।