আজ খবর (বাংলা), ডর্টমুণ্ড, জার্মানি, 15/07/2021 : পাঁচ বারের বিশ্ব চ্যম্পিয়ন বিশ্বনাথন আনন্দ অসাধারণ দাবা খেলে হারিয়ে দিলেন রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ভ্লাদিমির ক্রামনিককে।
রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিকের সাথে মোট 4 রাউন্ডের দাবা খেলতে শুরু করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ। তার মধ্যে গত বুধবার প্রথম খেলাটি শেষ হয়েছে। প্রথম রাউন্ডের 'নো ক্যাসলিং' খেলায় প্রতিপক্ষ ক্রামনিককে হারাতে আনন্দ মোট 66টি চাল দিয়েছেন এবং জিতে নিয়েছেন।
গত সপ্তাহে ক্রোয়েশিয়া চেজ ট্যুর টুর্নামেন্টে অংশগ্রহণ করে বিশ্বনাথন আনন্দ হারিয়েছেন আর এক রাশিয়ান গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপরভকে। যদিও ইয়াং নেপমইযাচিত্চির কাছে হেরে যান আনন্দ। বিশ্বের গ্র্যান্ড চেজ ট্যুরগুলির মধ্যে এটিই ছিল তৃতীয় টুর্নামেনেট ।