আজ খবর (বাংলা), লন্ডন, ইংলন্ড, 12/07/2021 : বিরাট কোহলি ও অনুষ্কার সন্তান ভামিকা পড়ল 6 মাস বয়সে। আর তাই জন্যেই ইংলন্ড-এ মেয়ের জন্মদিন পালন করলেন দুজনে।
গতকালই 6 মাস বয়স পুর্ণ হয়েছে ভামিকার। বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যম্পিয়নশিপের জন্যে জুন মাস থেকেই বিরাট ও অনুস্কা ইংলণ্ডে আছেন। তাই গতকাল মেয়ের 6 মাস পুর্ণ হতেই সেটা সেলিব্রেট করতে ছাড়েন নি সেলিব্রেটি বাবা মা। মেয়ের ছবি দিয়ে তাঁদের খুশীর মুহূর্তের ছবিগুলো টুইট করতে অবশ্য ভোলেন নি তাঁরা।
টুইটের প্রথম ছবিতে অনুস্কাকে দেখা যাচ্ছে একটি গোলাপি শার্ট আর নীল জিন্স পড়ে থাকতে । দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বিরাট তাঁর মেয়েকে আদর করছেন। অনুস্কা লিখেছেন, "ভামিকার একটা মিষ্টি হাসি আমাদের চারপাশের দুনিয়াটাকেই বদলে দিতে পারে। ওর হাসি আর ভালবাসা নিয়েই আমরা বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।"