আজ খবর (বাংলা), বীরপাড়া, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, 31/07/2021 : হাতির হামলায় পাকা ঘরের দেওয়াল ভাঙল শিশুঝুমড়াতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
ভেঙ্গে যাওয়া পাকা দেওয়ালের ইঁট চাপা পড়ে একই পরিবারের ৫ জন আহত হয়ে বীরপাড়া রাজ্য সাধারন হাসপাতালে ভর্তি হল।
মাদারিহাট ব্লকের শিশুঝুমড়া গ্রাম পঞ্চায়েতের শিশুঝুমড়া স্কুল লাইনে শুক্রবার রাত ১২ টা নাগাদ একটি হাতি Pinki Sada র বাড়ির পাকা দেওয়ালে মাথা দিয়ে আঘাত করে। হাতির মাথার আঘাতে পাকা দেওয়াল সম্পুর্ন ভেঙে পড়লে খাটে শুয়ে থাকা অবস্থায় Pinki Sada (25), Sandhya Sada (4months) , Anjali Sada( 7), Anjana Munda( 11) এবং Ajita Munda(15) আহত হয়।
এদের মধ্যে Anjali Sada র মাথায় আঘাত লাগায় সিটি স্কান করাবার পরামর্শ দিয়েছে চিকিৎসক।
বন দপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার Ashesh Paul বলেন আহত Anjali Sada কে সিটি স্কান করাবার জন্য আলিপুরদুয়ার নিয়ে যাওয়া হয়েছে। এবং আহত সকলের চিকিৎসার খরচ বন দপ্তর বহন করবে।
শিশুঝুমড়া এলাকার সমাজসেবি অমর তামাং বলেন, "শনিবার সকালেই আহত দের বীরপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শিশুঝুমড়া এলাকায় হাতির হামলা রুটিন ঘটনা। হাতির হামলার আতঙ্কে রাতে কেউ ঘুমাতে পারে না।"
বন দপ্তরের দলগাঁও রেঞ্জের রেঞ্জার অশেষ পাল বলেন, "ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করা হয়েছে। এবং ক্ষতিগ্রস্থ দের সরকারি নিয়মে ক্ষতিপুরন দেওয়া হবে।"
রিপোর্ট : অলোক গুহ