5 বল বাকি রেখেই ম্যাচ জিতল ভারত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


5 বল বাকি রেখেই ম্যাচ জিতল ভারত

Share This

5 বল বাকি রেখেই ম্যাচ জিতল ভারত


আজ খবর (বাংলা), কলম্বো, শ্রীলঙ্কা, 21/07/2021 : গতকাল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে হারাল বিরাট কোহলির ভারত।

ম্যাচের আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। ব্লু ব্রিগেডের সামনে ব্যাট হাতে শ্রীলঙ্কা 9 উইকেট হারিয়ে মোট 275 রান তুলেছিল। শ্রীলঙ্কার ইনিংসে ব্যাট হাতে চারিথ আসালাঙ্কা 68 বলে 65 রান তোলে। অভিস্কা ফার্নানদো 71 বল খেলে 50 রান তোলে। করুণারতনে 33 বলে 44 রান তোলে।

জবাবে ব্যাট করতে নেমে ভারত 7 উইকেট হারিয়ে 49.1 ওভারে 277 রান করে ম্যাচ পকেটে পুরে নেয়। ভারতের হয়ে দীপক চাহার 84 বলে 69 রান, সূর্যকুমার যাদব 44 বলে 53 রান এবং মনীশ পাণ্ডে 31 বলে 37 রান তোলেন। 

ভারতের বোলাররাও বল হাতে যথেষ্ট দাপট দেখিয়েছেন। চাহল মাত্র 50 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। ভুবনেশ্বর কুমার 54 রান দিয়ে তুলে নিয়েছেন 3 উইকেট। দীপক চাহার বল হাতেও সাফল্য পেয়েছেন। তিনি 8 ওভার হাত ঘুরিয়ে 53 রান দিয়ে 2টি উইকেট পেয়েছেন। ম্যান অফ দ্য প্লেয়ার হয়েছেন দীপক চাহার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও সিরিজের শেষ ওয়ান ডে ম্যাচটি ভারত খেলবে আগামী 23 তারিখ।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages