আজ খবর (বাংলা), আগরতলা, ত্রিপুরা, 29/07/2021 : আগরতলায় শুবল ভৌমিক এবং আরো ৪০ জন নেতা নেত্রী কংগ্রেস ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
রাজ্য রাজনীতির নয়া সমীকরণ।অবশেষে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুবল ভৌমিক।সঙ্গে প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস সহ প্রাক্তন কাউন্সিলার পান্না দেব। এর ফলে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের আরও শক্তি বৃদ্ধি হল।
বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন।উপস্থিত ছিলেন বাংলার আইনমন্ত্রী মলয় ঘটক তৃণমূলের রাজ্য সভার সাংসদ ডেরেক ওবিরিয়েন ও দলের মহিলা সভানেত্রী পান্না দেব।
আগামীকাল ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার এবং সাংসদ ডেরেক ও ব্রায়েন।
Loading...