আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 15/07/2021 : - পুকুরে স্নান করতে নেমে তিন নাবালিকার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে রায়পুর চ বাগান অঞ্চলের কাছে।
পুকুর থেকে উদ্ধার তিনজন নাবালিকার মৃতদেহ। স্নান করতে নেমে মৃত্যু বলে অনুমান। জলপাইগুড়ির রায়পুর চা বাগানের ঘটনা। মঙ্গলবার দুপুর থেকে ঐ এলাকার তিনজন নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর বাড়ির লোকেরা চারিদিকে খোঁজাখুজি করে, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না।
সকাল থেকে ওরা নিখোঁজ ছিল। এরপর বিকেলে স্থানীয় একটি পুকুরের সামনে দেখা যায় তিনজনের জুতো পড়ে রয়েছে। এলাকার মানুষ ঐ পুকুরে বিস্তর খোঁজাখুজির পর তিনজন কে উদ্ধার করে সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে।এই ঘটনায় রায়পুর চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় তদন্ত শুরু হয়ে গেছে।এলাকার প্রধান এই ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন।
রিপোর্ট : গীতশ্রী মুখার্জি