![]() |
শহীদ দিবসে কালিম্পং এ উপস্থিত বিমল গুরুং |
আজ খবর (বাংলা), কালিম্পং, পশ্চিমবঙ্গ, 27/07/2021 : গোর্খাল্যান্ড আন্দোলন করতে গিয়ে পাহাড়ের যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, সেই সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরই 27 শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয় পাহাড়জুড়ে।
করোনা আবহে এই বছরও যথেষ্ট সাধারণভাবে পাহাড় জুড়ে পালিত হল শহীদ দিবস। 35 তম শহীদ দিবস উপলক্ষে এদিন বিমল গুরুং পন্থী মোর্চার তরফে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে কালিম্পঙে 11 মাইলের শহীদ বেদীতে শহীদ দিবস পালনের আয়োজন করা হয়।
এদিন শহীদ বেদীতে 'খাদা' (এক ধরনের সিল্কের চাদর, যা দিয়ে আপ্যায়ন করা হয়) দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এছাড়াও মোর্চার অন্যান্য নেতাকর্মীরা একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।