জেঠুর আক্রমনে জখম 2 ভাইপো - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জেঠুর আক্রমনে জখম 2 ভাইপো

Share This

জেঠুর আক্রমনে জখম 2 ভাইপো
দুই ভাইপো ভর্তি রয়েছে মালদহ জেলা হাসপাতালে


আজ খবর (বাংলা), মালদহ, পশ্চিমবঙ্গ, 31/07/2021 : মুদিখানা দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পুরোন পারিবার বিবাদের জেরে জেঠু ও তার ছেলেদের আক্রমণে জখম  দুই ভাইপো। আহত ভাইপো দের কে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। 

জানা গেছে, জখম ভাইপোদের  নাম শত্রুঘণ রায় (‌৩৫)‌ ও দূর্যোধন রায় (৩২)।  ফারাক্কা থানার যজ্ঞেশ্বর পুর এলাকায় তাদের বাড়ি । অভিযুক্ত জেঠু,  নাম জয়ন্ত রায় ও তার তিন ছেলে সাধন রায়, বিধান রায় ও ছোটন রায়। একই বাড়িতে তাঁরা থাকেন। 

রায় পরিবার সুত্রে জানা গেছে, বাড়ি থেকে আধা  কিলোমিটার দূরে জয়ন্ত রায়ের একটি মুদিখানার দোকান ছিল ।   ৫ মাস আগে কে বা কারা দোকানটি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় বলে।  তারপর থেকেই সন্দেহ করে ভাইপো দের ওপর। এই নিয়ে বচসা হলে শনিবার সকালে এই বিবাদ চরম আকার ধারন করে।  ধারালো অস্ত্র নিয়ে ২ ভাইপোর ওপর হামলা চালায় জেঠু জয়ন্ত রায় ও তার তিন ছেলে বলে অভিয়োগ। এমনকী ধারালো অস্ত্র দিয়ে মাথা ও সারা শরীরে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে।

রিপোর্ট : সুতপা পোদ্দার

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages