রাজ্যে কোভিড বিধি নিষেধ বেড়ে 15ই অগষ্ট পর্যন্ত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে কোভিড বিধি নিষেধ বেড়ে 15ই অগষ্ট পর্যন্ত

Share This

রাজ্যে কোভিড বিধি নিষেধ বেড়ে 15ই অগষ্ট পর্যন্ত


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/07/2021 : কোভিড 19 এর মোকাবিলা করতে পশ্চিমবঙ্গে বিধি নিষেধের মেয়াদ আরও 15 দিন বাড়িয়ে 15ই অগষ্ট পর্যন্ত করে দেওয়া হল।

আজ নবান্ন থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 15ই অগষ্ট পর্যন্ত সরকারি বিধি নিষেধ বলবৎ থাকবে। কোভিড 19 অতিমারির মোকাবিলা করার জন্যে রাজ্যে বিপর্যয় মোকাবিলা আইন 2005 এর ধারা অনুযায়ী এই বিধি নিষেধ জারি করা থাকবে। অবশ্য এই সময়েঢ় মধ্যে সরকারি অনুষ্ঠানগুলিকে ইনডোর ব্যাবস্থায ছাড় দেওয়া হবে, তবে সেই অনুষ্ঠানগুলিতে 50% আসন গ্রহণ করা যাবে। তার বেশি নয়। প্রসঙ্গত উল্লেখ্য এই সময়কালের মধ্যেই পড়ছে দেশের স্বাধীনতা দিবস।

এর আগে কোভিড 19 অতিমারির মোকাবিলা করতে 31শে জুলাই পর্যন্ত বিধি নিষেধ জারি করা হয়েছিল। এবার সেই বিধি নিষেধের মেয়াদ বাড়িয়ে অগষ্ট মাসের 15 তারিখ পর্যন্ত করা হল।  রাজ্যে অন্যান্য বিধি নিষেধ আগে যেমন ছিল তেমনই থাকছে। প্রতি রাতে 9টা থেকে পরদিন ভর 5টা পর্যন্ত নৈশ কার্ফু জারি থাকছে। অবশ্য ঐ নৈশ কার্ফু থেকে অত্যাবশ্যকীয় পণ্য, আইন শৃংখলা সংক্রান্ত, মেডিকেল এমার্জেন্সি, কৃষি পণ্য ও এমার্জেন্সি সার্ভিসে যুক্ত আছেন যাঁরা, তাঁদের ছাড় দেওয়া হয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages