আজ খবর (বাংলা), লেকটাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, 31/07/2021 : ১০ দিনের মধ্যে খুনের কিনারা করলো বিধাননগর থানার পুলিশ। বাঙ্গুরে বৃদ্ধা খুনের ঘটনায় গ্রেফতার ১।
উত্তরপ্রদেশ থেকে অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। গত ২১ তারিখ বাঙ্গুড় বি ব্লক থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে লেক টাউন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করে ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জানা যায় প্রথমে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করা হয় তারপর মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় ৬২ বছরের মহিলাকে।
পুলিশ সূত্রে খবর হত্যার পর লুঠপাট চালায় অভিযুক্ত। ঘর থেকে খোয়া যায় বেশকিছু সোনার গহনা ও মহিলার মোবাইল ফোন। এরপরই ঘটনার তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখা এবং লেক টাউন থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সনাক্ত করা হয় এক যুবককে।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে মৃত বৃদ্ধা ৪দিন আগে তার ফ্ল্যাটে কাজ করানোর জন্যে নিয়ে আসেন এক ভিন রাজ্যের যুবককে। ঘটনার পর থেকেই যুবকের ফোনটি বন্ধ ছিল এবং সে পলাতক ছিল বলে মৃত বৃদ্ধার ছেলে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং লেকটাউন থানার পুলিশ। অবশেষে ১০দিনের মাথায় সেই ঘটনার কিনারা করলো বিধাননগর গোয়েন্দা শাখা এবং লেক টাউন থানার পুলিশ।
সূত্র মারফত খবর পেয়ে বিধাননগর গোয়েন্দা শাখার সহযোগিতায় উত্তরপ্রদেশের মির্জাপুর এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে অভিযুক্ত দীনেশ প্রসাদকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ।
তার কাছ থেকে মহিলার মোবাইল ফোন এবং বেশকিছু সোনা গয়না উদ্ধার করেছে পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। কি কারণে হত্যা তা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।
রিপোর্ট : সুব্রত রায়