আজ খবর (বাংলা), কালিম্পং, পশ্চিমবঙ্গ, 30/07/2021 : ফের পাহাড়ে ধ্বস, যার জেরে সেবক-রংপো নতুন রেলপথ নির্মাণে কর্মরত শ্রমিকের মৃত্যু হল। আহত কয়েকজন শ্রমিক এবং নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন শ্রমিক।
সেবক-রংপো নতুন যে রেলপথ নির্মাণের কাজ চলছে, সেখানে গতকাল নাইট শিফটএ কাজ করছিলেন এই শ্রমিকরা। এমনিতেই পাহাড়ে বৃষ্টি হয়েই চলেছে। গতকাল রাত্রি 2টো নাগাদ মামখোলা এলাকায় হঠাৎ করেই ধ্বস নামে পাহাড়ে।
পাহাড়ি ধ্বসে চাপা পড়ে যান শ্রমিকরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়। এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে 1 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় মোট 3 জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদেরকে সিংতাম জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত মোট 5 জন শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁদের খোঁজে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই রেলপথ ডুয়ার্সের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মান করা হচ্ছে, যা ভারতীয় রেলপথের সাথে সিকিমকে জুড়ে দেবে।