বনকর্মীদের সাথে রীতিমত লুকোচুরি খেলল বুনো হাতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বনকর্মীদের সাথে রীতিমত লুকোচুরি খেলল বুনো হাতি

Share This

বনকর্মীদের সাথে রীতিমত লুকোচুরি খেলল বুনো হাতি


আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, ১৫/০৬/২০২১ :  জলপাইগুড়ি জেলার ২ নম্বর ফুলবাড়ী গ্রাম, পঞ্চায়েত এলাকার পুঁটিমারী গ্রামের একটি চা বাগানে হঠাৎ করেই একটি বুনো হাতি ঢুকে পড়ায়  হুলুস্থূল বেঁধে যায়।

গতকাল ভোরবেলায় নিকটবর্তী জঙ্গল থেকে হঠাৎ করেই ওই হাতিটি লোকালয়ে চলে এসেছিল।  চা বাগানের মধ্যে ঢুকে সে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। যার ফলে চা বাগানের ভিতের বস্তিতে থাকা মানুষজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। দূর থেকে তাঁরা ওই বুনো হাতির ওপর নজর রাখতে শুরু করেন। হাতিটি ততক্ষণে বেশ কয়েকটি ঘর বাড়ি ভেঙে ধূলিস্যাৎ করে দিয়েছে। খবর যায় বন দপ্তরে।


ঘটনাস্থলে বন দপ্তরের ১০০ জন কর্মী এবং কয়েকজন সিনিয়ার অফিসারকে কাজে নামতে দেখা যায়। উপস্থিত জনতাকে প্রথমেই নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। এর মধ্যেই হাতিটি দৌড়ে ঢুকে পরে বাঁশবাগানে। সেখানে কয়েক ঘণ্টা সে বিশ্রাম নেয়। এরপর রীতিমত সে বন কর্মীদের সাথে লুকোচুরি খেলতে থাকে। এক ফাঁকে সে পুঁটিমারী শহরের দিকেও চলে যায়। কিন্তু সব ক্ষেত্রেই বন কর্মীরা অসীম ধৈর্য্যের পরীক্ষা দিতে থাকেন এবং শেষমেশ ওই হাতিটিকে তাড়িয়ে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিতে সক্ষম হন।  হাতিটি সম্ভবত নিকটবর্তী বৈকুণ্ঠপুর অরণ্য থেকে বেরিয়ে এসেছিল জানিয়েছেন বনকর্মীরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages