আজ খবর (বাংলা), চন্দননগর, হুগলি, পশ্চিমবঙ্গ, 18/06/2021 : - রাতের অন্ধকারে বাড়ির কাছ থেকেই হারিয়ে যাওয়া মেয়েকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল একটি নালা থেকে। সহায়তার জন্যে আজ মেয়েটির বাড়িতে গেলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি।
গতকাল অর্থাৎ ১৭.০৬.২০২১ তারিখের রাতে মেয়েটি বাড়ি থেকে বেরোনোর পরে আর তার খোঁজ মেলে না। গতকাল সকালে বিলকুলি কবরস্থানের পাশে একটা ড্রেইন থেকে অচৈতন্য অবস্থায় তাকে পাওয়া যায়। এলাকার মানুষেরা মেয়েটিকে উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে।
নাবালিকা নিজের মুখে স্বীকার করেছে যে পরিচিত দুষ্কৃতীরা এই ঘটনায় মুল অভিযুক্ত। পুলিশ গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। অবশ্য এখনও কেউ গ্রেপ্তার হয় নি।
আজ সাংসদ লকেট চট্টোপাধ্যায় সেই নির্যাতিতা নাবালিকার সাথে দেখা করেন ও পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন।